১। রমজান মিয়া জামে মসজিদ
মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীতে কাবা ঘরের পরে স্থান হল মসজিদ। পৃথিবীর শুরু থেকে ধর্মীয়, সামাজিক, অথনৈতিক ও রাজনৈতিক দিক থেকে মসজিদ গুরুত্ব বহন করে আসছে। হাদিসে আছে পৃথিবীর র্সব নিকৃষ্ট স্থান হল বাজার আর সর্বোচ্ছ স্থান হল সমজিদ। প্রাচীন কালে সকল প্রকার কার্যক্রম মসজিদ কেন্দ্রিক ছিল। যুগের পরিবতিত সযয়ে তা বির্বতন হয়ে বিভিন্ন স্থানে উক্ত কাযক্রম পরিচালিত হচ্ছে। আর ইবাদাতের সর্বোচ্ছ স্থান হিসাবে মসজিদকে গুরুত্ব দেয়া হচ্ছে। এখনও অনেক গুরুত্ব পৃর্ন বিষয়ে মসজিদ থোক সিদ্ধ্ান্ত দিয়ে থাকে। বর্তমানে এখানে যে মসজিদ দেখা যাচ্ছে তার নাম বাটাইয়া রমজান মিয়া জামে মসজিদ। স্থানী মুসল্লিদের মুখে শুনা উক্ত মসজিদ ১৭৫৫ সালের দিকে রমজান মিয়া তার নিজের জমির উপরে নিজের উপার্জিত অর্থ দিয়ে নির্মান করেন। উক্ত মসজিদ প্রাচীন সভ্যতার নির্দেশন হিসাবে এখন দাড়িয়ে আছে। আকারে বড় না হলেও চুন এবং পাথর দিয়ে তৈরি তিন গম্ভুজ বিশিষ্ট মসজিদের সৌন্দর্য্য চোখে না দেখলে বিশ্বাস করা যাবেনা।
২। কলি মিয়া জামে মসজিদ সম্পর্কে বিস্তারিত আসছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS