উপজেলার পরিচিতি ঃ নোয়াখালী বাংলাদেশের অন্যতম পুরাতন জেলা। এ জেলা সাবেক নোয়াখালী সদর উপজেলার নরোত্তমপুর, সোন্দলপুর, ধানসিঁড়ি, ঘোষবাগ, চাপরাশিরহাট, ধানশালিক, বাটইয়া ইউনিয়ন ও কবিরহাট পৌরসভা ( ১৬০.৪৩ বর্গ কিলো মিটার আয়তন ৭৪ টি মৌজা ৬৯টি গ্রাম) নিয়ে কবিরহাট উপজেলা গঠিত হয়। নবসৃষ্ট কবিরহাট উপজেলা উদ্বোধন হয় ৫ই সেপ্টোম্বর ২০০৬ সালে। নবসৃষ্ট কবিরহাট উপজেলা, কোম্পানীগঞ্জ উপজেলা এবং সদর উপজেলার অর্শ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়ন নিয়ে জাতীয় সংসদের ২৭৩ নং নোয়াখালী- ৫ আসন। কবিরহাট উপজেলার জনসংখ্যা ২,৮৫,৫১২, জন ( পুরুষ ১৪৩৪৮১, মহিলা ১,৪২,০৩১ জন) । জনসংখ্যার প্রায় ৮৫% মুসলমান, অবশিষ্ট জনসংখ্যা হিন্দু ও খ্রিষ্টান ধর্মালম্বী। এখানে বসবাসরত হিন্দু, মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে ধর্মীয় স¤প্রীতি বিদ্যমান। এলাকার শিক্ষার হার ৫৬.০৯% এবং যোগাযোগ ব্যবস্থা ও জনসাধারণের জীবন যাত্রার মান ভাল। এলাকায় অধিকাংশ জনসাধারণ কৃষির উপর নির্ভরশীল। এলাকার জনসাধারণ দীর্ঘদিন থেকে নতুন একটি উপজেলা সৃষ্টির দাবী জানিয়ে আসছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সম্প্রতি নোয়াখালী সদর উপজেলা থেকে একটি অংশ আলাদা করে কবিরহাট উপজেলা সৃষ্টি করেছেন। এতে এলাকার জনগণের ভাগ্যোন্নয়নের একটি নবদিগন্ত উম্মোচিত হয়েছে। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS