Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

◙ উপজেলার পটভূমি

নোয়াখালী বাংলাদেশের অন্যতম একটি পুরাতন জেলা। নোয়াখালী  সদর উপজেলার নরোত্তমপুর, সোন্দলপুর, ধানসিঁড়ি, ঘোষবাগ, চাপরাশিরহাট, ধানশালিক, বাটইয়া ইউনিয়ন ও কবিরহাট পৌরসভা নিয়ে কবিরহাট উপজেলা গঠিত হয়। নবসৃষ্ট কবিরহাট উপজেলা ৭ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভা নিয়ে গঠিত এবং এটি উদ্ভোধোন হয় ৫ সেপ্টেম্বর ২০০৬ সালে। কবিরহাট উপজেলা, কোম্পানীগঞ্জ উপজেলা এবং সদর উপজেলার অর্শ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়ন নিয়ে জাতীয় সংসদের ২৭২ নং নোয়া- ৫ আসন। কবিরহাট উপজেলার জনসংখ্যা ১,৯৬,৯৪৪ জন। জনসংখ্যার প্রায় ৮৫% মুসলমান, অবশিষ্ট জনসংখ্যা হিন্দু ও খ্রিষ্টান ধর্মালম্বী। এখানে বসবাসরত হিন্দু, মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি বিদ্যমান। এলাকার শিক্ষার হার ৫৬.০৯% এবং যোগাযোগ ব্যবস্থা ও  জনসাধারণের জীবন যাত্রার মান ভাল। এলাকায় অধিকাংশ জনসাধারণ কৃষির উপর নির্ভরশীল।