কবিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা কবির পাটোয়ারী ছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী। তিনি তার বসত বাড়ীর আঙ্গিনার কাছে ১২৫ বছর পুর্বে একটি দোকান স্থাপন করেন। কালক্রমে এলাকার মানুষের চাহিদা মেটাতে তিনি তার দোকানটি আরো উত্তর দিকে স্থানান্তর করেন। কালের বিবর্তনে সেখানে গড়ে উঠে একটি হাট। সপ্তাহের প্রতি শুক্র ও মঙ্গল বারে এলাকার মানুষ সেখানে তাদের নিত্য প্রয়োজনীয় সওদাপাতির জন্য আসা শুরু করে; এভাবে যে হাট গড়ে সেটাই পরিচিতি লাভ করে কবিরহাট নামে।
সুজলা সফলা মাঠ নিয়ে গড়ে উঠেছে যে জনসমষ্টি তা হলো কবিরহাট উপজেলা। এর আয়তন 160.43 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ১,৯৬,৯৪৪ জন (প্রায়); যাদের মধ্যে পুরুষ ৯২,৬০১ জন ও মহিলা ১,০৪,৩৪৩ জন। জন-ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১,২৫৫ জন। মোট ভোটার সংখ্যা ১,১০,২৯৫ জন; যাদের মধ্যে পুরুষ ভোটার ৪৮,০৫৩ জন ও মহিলা ভোটার ৬১,৩৪২ জন। বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৭৪%। মোট পরিবার সংখ্যা ৩৬,০৫৪ টি। এ খানে অনেক জ্ঞানী গুনী লোক বাস করেন। এখনও এ উপজেলার অধিকাংশ মানুষের জীবনমান উন্নয়ন প্রয়োজন। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সরকারী বেসরকারী সেবা দ্রুত পৌছে দেওয়ার ক্ষেত্রে কবিরহাট উপজেলা অগ্রনী ভূমিকা পালন করবে এবং অশিক্ষা, কুসংস্কার এবং দারিদ্র মুক্ত দেশ গঠনের লক্ষে সারা দেশের ন্যায় কবিরহাট উপজেলার ও রয়েছে সক্রিয় অংশগ্রহণ। সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় ভিত্তিক সমাজ গঠন কবিরহাট উপজেলার সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। তাই সমন্বিত উদ্দোগের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী আলোকিত কবিরহাট গড়াই আমাদের সকলের লক্ষ্য।