স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকীতে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পালনের স্থানীয় কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে প্রস্তুতি সভাঅনুষ্ঠিত হয়েছে। বুধবারবেলা১১টায় উপজেলা সভাকক্ষেএপ্রস্তুতিসভায়সভাপতিত্বকরেনউপজেলা নির্বাহী অফিসার হিল্লোল বিশ্বাস।সভায়উপস্থিতছিলেনউপজেলার সকল কর্মকর্তা, থানা কর্মকর্তা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান , এনজিও প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি, সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তি প্রমুখ। অনুষ্ঠানে আগামী ১৫ আগস্টজাতীয়শোকদিবসউপলক্ষেবর্নাঢ্যর্যালী, আলোচনাসভা, রচনাপ্রতিযোগিতা, চিত্রাঙ্কণপ্রতিযোগিতা, ও হেফজুল কোরআন প্রতিযোগিতা সহদিনব্যাপীনানাকর্মসূচিগ্রহণকরাহয়েছে। সকল মসজিদ, মন্দির গীজা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রাথনা। স্ব স্ব সময় অনুযায়ী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস