গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়
কবিরহাট,নোয়াখালী।
স্মারক নং-উশিঅ/কবি/নোয়া/৪৩৭ তারিখঃ ০৪/০৯/২০১৩ ইং
প্রেরকঃ উপজেলা শিক্ষা অফিসার,
কবিরহাট,নোয়াখালী।
প্রাপকঃ জেলা প্রথমিক শিক্ষা অফিসার,
নোয়াখালী।
বিষয়ঃ সরকারি প্রথমিক বিদ্যালয় আউট সোসিংয়ের মাধ্যমে দপ্তরী কাম প্রহরী পদে জনবল নিয়োহের নিমিত্তে স্কুলের তালিকা প্রেরক প্রসঙ্গে।
সূত্র: মহোদয়ের কার্যালয়ের স্মারক নং-১৯২৭/৯ তারিখঃ২১/০৮/২০১৪ইং
উপর্যুক্ত বিষয়েল আলোক জানানো যাচ্ছে যে, অত্র কবিরহাট উপজেলায় ২০১৩-১৪ অর্থ বছরের সরকারি প্রথমিক বিদ্যালয়ে আউট সোসিংয়ের মাধ্যমে দপ্তরী কাম প্রহরী পদে জনবল নিয়োগের নিমিত্তে নির্বাচিত স্কুলের তালিকা মহোদয়ের সদয় অবগুতর ও প্রয়োজনীয় কার্যার্থে এতদ্সঙ্গে প্রেরণ করা হলো।
উপজেলা শিক্ষ অফিসার
কবিরহাট,নোয়াখালী।
যে সব প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে।
নং | নাম |
1. | পদুয়া সঃ প্রাঃ বিঃ |
2. | মুণনগর সঃ প্রাঃ বিঃ |
3. | হাজিরহাট সঃ প্রাঃ বিঃ |
4. | চরগুল্ল্যাখালী সঃ প্রাঃ বিঃ |
5. | ছাদুল্যাপুর সঃ প্রাঃ বিঃ |
6. | শ্রীনদ্দি সঃ প্রাঃ বিঃ |
7. | নরসিংহপুর সঃ প্রাঃ বিঃ |
8. | বাটইয়া সঃ প্রাঃ বিঃ |
9. | গাজিরবাগ সঃ প্রাঃ বিঃ |
10. | চাপরাশিরহাট মাদ্রাসা সঃ প্রাঃ বিঃ |
11. | পূর্ভ রামছি মজিদেরহাট সঃ প্রাঃ বিঃ |
12. | ফতেজর পুর সঃ প্রাঃ বিঃ |
13. | যাদবপুর সঃ প্রাঃ বিঃ |
14. | রামনাথপুর সঃ প্রাঃ বিঃ |
15. | রামেশ্বর পুর সঃ প্রাঃ বিঃ |
16. | নুর সোনাপুর বি.এম সঃ প্রাঃ বিঃ |
17. | দক্ষিন সুন্দলপুর সঃ প্রাঃ বিঃ |
18. | দক্ষিন যাদবপুর সঃ প্রাঃ বিঃ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস