Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন।
বিস্তারিত

নোয়াখালী কবিরহাট উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, খাবার বিতরণ, চিত্রাঙ্কন, যুবদের মাঝে ঋন বিতরণ, পতাকা উত্তোলন,কোরআন তে আলোচনা সভাসহ নানান কর্মসূচি পালন করেছে। উপজেলা নির্বাহী অফিসার জনাব হাসিনা ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব একরামুল করিস চৌধুরী  । বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব কামরুন নাহার শিউলী একরাম , মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জয়নব, কবিরহাট পৌরসভার মেয়র জনাব জহিরুল হক রায়হান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব নুরুল আমিন রুমি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী জনাব মীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আ,ক,ম মহসীন, উপজেলা সকল কর্মকর্তা, কর্মচারী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাথমিক শিক্ষা অফিসার জনাব জসিম উদ্দিন শেখ ও  জনাব নুরনবী সহকারী শিক্ষক কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয় । পরে কবিরহাট ইসলামিক ফাউন্ডেশানের উদ্যোগে কোরআন থেকে তেলাওয়াত করে বিশেষ মোনাজাত করা হয়।

ছবি
ডাউনলোড